স্কুল পালানোর কয়েকটি মহা কৌশল

19/06/2012 20:39

যারা আমার মতো স্কুল ফাকি মেরে বিস্তর আনন্দ পান, তাদের জন্যই আমার আজকের এ Blog।আমার সুদীর্ঘ ৭ বছরের স্কুল পালানোর অভিজ্ঞতা ঘেঁটে স্কুল শিক্ষার্থীদের জন্য পেশ করছি, স্কুল পালানোর কয়েকটি মহা কৌশল……… কাজে লাগিয়ে উপকার পেলে জানাবেন……… :-D

আজকে আমি সব স্কুল ফাঁকিবাজ student  দের জন্য মারাক্তক উপকারী একটা টিপস share  করব। :P

  • সঠিকভাবে আগে সিদ্ধান্ত নিন স্কুল ফাকি মেরে কই যাবেন।
  • যে শিক্ষকের সুনজর আপনার উপর সর্বাধিক, সে কোথায় কি করছে তা নজর রাখুন।
  • ক্লাসের আতেল মার্কা ক্যাপ্টেনটা ঝামেলা করবে কিনা সর্তক থাকুন। :P
  • সম্ভব হলে দারোয়ান মামাকে হাত করে রাখুন, নাইলে তার চোখ এড়ানোর নতুন নতুন বুদ্ধি আবিষ্কার করুন।
  • পেট ব্যথা, মাথা ব্যথা এসব old idea. এইসব বাদ দিয়ে দেওয়াল টপকাতে শিখুন। :-D
  • সম্ভব হলে ব্যাগে আলাদা শার্ট রাখতে পারেন। ভেবে দেখেন মারাত্মক কাজের জিনিস।
  • জোরে দৌড়ানো শিখতে হবে, যাতে চান্স পেলেই………….দে দৌড়..:-p

 

মোট কথা দুনিয়ার কোন খারাপ কাজই সহজ নয়। তাই Backdated না থেকে নতুন Updated টেকনিক বের করেন।